chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শনে ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধাতার দৃশ্যমান কোন সুফল এই সরকার চট্টগ্রামবাসীকে দিতে পারে নাই। এই সরকার গত একযুগেরও বেশী সময় ক্ষমতায় থেকেও চট্টগ্রামের জলাবদ্ধতার সঠিক প্রদক্ষেপ গ্রহণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অভয়মিত্র মহাশ্মশান পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার ৫ হাজার ৬১৬ কোটি টাকা  ২০১৭ সালে আগস্ট মাসেই একনেকে পাস হওয়ার পর ২০২০ সালের জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নগরীর ৩৫টি খালের সংস্কার, ড্রেজিং,রিটার্নিং ওয়াল এবং ড্রেনেজ ব্যাবস্থা অবকাঠামো উন্নয়নের কাজ এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই।

তিনি বলেন,চট্টগ্রাম শহরে একটু বৃষ্টি হলেই শহরের বাণিজ্যিক এলাকা চাকতাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ, আছাদগঞ্জ, আগ্রাবাদ,

বহদ্দারহাট ও বাকলিয়াসহ অসংখ্য এলাকা হাটু থেকে কোমর পরিমান পানিতে তলিয়ে গিয়ে জনগণের দুর্ভোগের সীমা থাকে না।

ডা.শাহাদাত বলেন, বিএনপি সরকার আমলেই বলুয়ার দীঘির পাড়স্থ অভয়মিত্র মহাশ্মসানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল। বর্তমানে হাঁটু পরিমান পানিতে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের শবদাহ করতে হচ্ছে। সরকার জলাবদ্ধতার বিভিন্ন মেঘাপ্রকল্প হাতে নিলেও ঐ প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে বাস্তবায়িতনা হওযার কারণে নগরবাসীকে চরম দুর্দশার শিকার হতে হচ্ছে। যতদিন পর্যন্ত জলদ্ধতা নিরসন হবে না ততদিন পর্যন্ত চট্টগ্রাম নগরবাসীর দু:খ-দুর্দশা লাঘব হবে না। তাই অনতিবিলম্বে সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড,বন্দর,বিটিসিএল, পিডিবি, সিজিডিএলসহ সমস্ত সংস্থাগুলোকে একত্রিত করে জলাবদ্ধতা নিরসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করলেই মেঘা প্রকল্পগুলো সুফল আসবে।

এছাড়াও বহদ্দারহাট থেকে বারাইপাড়া, বাকলিয়া হয়ে কর্ণফুলী নদী পর্যন্ত যে ডাইভার্সন খাল খননের কাজ হওয়ার কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্লুইচ গেইটের কথা থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোন উন্নয়ন পরিলক্ষিত হয়নি বলেই আজ নগরবাসীকে জলবদ্ধতার জন্য দু:খ দুদর্শার শিকার হতে হচ্ছে।

২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের বলুয়ার দীঘির পাড়স্থ অভয়মিত্র মহাশ্মশানপরিদর্শনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, বিএনপি সমর্থিত ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির যুগ্ন মোঃ লিয়াকত আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরামের কেন্দ্রীয় নেতা রাজীব ধর তমাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মুনসুর, মোঃহাশেম, তাজ মোহাম্মদ, হারুন, মহিউদ্দিন, হামিদ, জুয়েল, কফিল, সৌরভ প্রিয় পাল, গাজী শওকত, মো. আরিফ, সুব্রত আইচ, কামরুল, পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, অভয়মিত্র মহাশ্মশানের প্রধান পুরোহিত অরুণ চক্রবর্তী, পুরোহিত রুপন চক্রবর্তী, উজ্জ্বল পাল, স্বপন দাশ গুপ্ত, লিটন দাশগুপ্ত, শংকর আচার্য, জহরলাল দাশ গুপ্ত প্রমুখ।

এই বিভাগের আরও খবর