chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

 গণেশের শুঁড়েও ‘মাস্ক!

ডেস্ক নিউজঃ করোনা-সংক্রমণ ঠেকাতে  মাস্ক এর ব্যবহার করে আসছে প্রতিটি দেশের মানুস।এবার পশ্চিমবঙ্গের বর্ধমানে গণেশের শুঁড়ে পরিয়ে দেয়া হলো ‘মাস্ক’।

বারবার তা প্রচার করা সত্ত্বেও নাগরিকদের মধ্যে সচেতনতা আসছে না, সচেতনতার সে বার্তা দিতেই বর্ধমানের পুজা উদ্যোক্তাদের এই কাণ্ড। এমনকি মূর্তির হাতেও ঝোলানো হলো ‘মাস্ক’।

গত কয়েকবছর ধরেই বর্ধমান শহরে গণেশ চতুর্থী পালনের চল বেড়েছে। তবে করোনা-পরিস্থিতিতে এ বার পুজার আয়োজন কিছুটা কম।

উদ্যোক্তাদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ‘মাস্ক’ ব্যবহার নিয়ে সচেতনতা গড়ে তোলার জন্যই এই ভাবনা।

এদিকে  মুখে ‘মাস্ক’ পরানোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বর্ধমান পুরসভার সচিব জয়রঞ্জন সেন।

তিনি বলেন, ‘পুজো, উৎসব, অনুষ্ঠানে এক সঙ্গে অনেককে বার্তা দেওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে পুজো উদ্যোক্তারা  যেভাবে ‘মাস্ক’ ব্যবহারের আর্জি জানিয়েছেন, তা প্রশংসার যোগ্য।’

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত বলেন, ‘পুলিশ-প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসকেরা বার্তা দিচ্ছেন ‘মাস্ক’ ব্যবহারের। গণপতির মুখেও ‘মাস্ক’।  এ বার মানুষ যদি শোনেন, তা হলেই ভাল হয়।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এই বিভাগের আরও খবর