chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসরায়েল-আমিরাত সফরে পম্পেও

ডেস্ক নিউজঃ  এবার ইসরায়েল-আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে ইরান ও চীন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।

জানাগেছে,  ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এই মাসের শুরুর দিকে ঘোষণা করেছিল, তারা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এবং একটি নতুন সম্পর্ক তৈরি করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সূচিতে যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে-ইরান ও চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেগুলো মোকাবিলা করা।

এর আগে গত ১৯ আগস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে-ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেন।

ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক শুরু করায় দুদেশের নেতৃত্বকে আনুষ্ঠানিক ধন্যবাদ দিতেই পম্পেও এ সফরে যাচ্ছেন।

সূত্রঃ খবর রয়টার্স

এই বিভাগের আরও খবর