chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেরদৌস ওয়াহিদের করোনা শনাক্ত

ডেস্ক নিউজঃ হাসপাতালে ভর্তির পর করোনা শনাক্তের ফলাফল পেলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

জানাগেছে, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছেন। এর মধ্যে সপ্তাহ-দশ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে।

কিন্তু জ্বর কমছিল না।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রাখেন এবং ওইদিন সন্ধ্যায়ই করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর সেখানের ডাক্তারের সন্দেহই সত্যি হয়।

গতকাল শুক্রবার বিকেলে তার করোনা পজিটিভি আসে। এ কথা গণমাধ্যমকে জানান ফেরদৌস ওয়াহিদের ছায়াবন্ধু প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

এই বিভাগের আরও খবর