chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্থপাচারের মামলায় ফরিদপুর ছাত্রলীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ : ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (২২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাল তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শামীমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালতে রাজধানীর কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল শামীমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে কাফরুল থানায় একটি মামলা দায়ের করে সিআইডি। সে মামলায় গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি মোতাবেক গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে। একই মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকেও গ্রেপ্তার করে সিআইডি।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর