chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

ডেস্ক নিউজঃ পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন ভারতীয় জওয়ানরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌঁনে ৫টার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। সে সময় বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।

বিএসএফের দাবি, টহলদারি দলটিকে দেখা মাত্রই এলোপাতারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর