chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউরোপা লীগের ৬ষ্ঠ শিরোপা ঘরে তুললো সেভিয়া

ডেস্ক নিউজ: নিজেকে কিভাবে শান্তনা দেবেন রুমেলো লুকাকো তার আত্মঘাতী গোলে শিরোপা হাতছাড়া হলো ইন্টার মিলানের। বেলজিয়ান স্ট্রাইকার একক প্রচেষ্টায় দলকে ফাইনালে তুললেও তার পায়েই ডেকে আনলো সর্বনাশ। ৬ষ্ঠ বারের মত ইউরোপা লীগের শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট সেভিয়া।  অবস্থাটা এমন দাঁড়িয়েছে, ইউরোপা লীগ (সাবেক উয়েফা কাপ) এর ফাইনালে সেভিয়া উঠলেই শিরোপা যাবে তাদের ঘরে। গত দেড় দশকে স্প্যানিশ দলটা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে পাঁচবার, জিতেছে প্রত্যেকবারই।

এবারও ব্যতিক্রম হল না। প্রতিপক্ষ যতই ইন্টার মিলানের মতো শক্তিশালী দল হোক, সেভিয়া বুঝিয়ে দিল, ইউরোপা লিগের ফাইনালে উঠলে তাদের শিরোপা থেকে দূরে রাখা যায় না। টুর্নামেন্টটাতে শিরোপার রেকর্ডটা আগেই তাদের ছিল, কোলনে কাল ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ডটাকে ‘৬’-এ নিয়ে গেল হুলেন লোপেতেগির সেভিয়া। বুঝিয়ে দিল, তারাই ইউরোপা লিগের ‘রিয়াল মাদ্রিদ।’ চ্যাম্পিয়নস লিগ বললে যেমন সেই টুর্নামেন্টে রেকর্ড ১৩ বার শিরোপা জেতা রিয়ালের কথা আসবে সবার আগে, ইউরোপায় সেই দলটা সেভিয়া।

 

এই বিভাগের আরও খবর