chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথমবারের মত স্পেন দলে আনসু ফাতি

ডেস্ক নিউজ : প্রথমবারের মত স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ সেনশেসন আনসু ফাতি। করোনা সংকট কাটিয়ে ক্লাব ফুটবলের পর এবার ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলও।

৩ সেপ্টেম্বর নেশন্স লিগের ম্যাচে জামার্নির মুখোমুখি হবে স্পেন। তার তিনদিন পর মাদ্রিদে ইউক্রেনকে আতিথ্য দেবে লা ফিউরিয়া রোজারা। আর সেজন্যই দল গুছিয়েছে কোচ লুই এনরিকে। নেশন্স লিগকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করলো স্পেন। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দল সাজিয়েছেন কোচ লুই এনরিকে। দলে ডাক পেয়েছেন ৫ নতুন মুখ। বার্সার তরুণ তুর্কি আনসু ফাতি প্রথমবারের মত সুযোগ পেলেন জাতীয় দলে। তার সঙ্গে দলের আরো চার নতুন মুখ ফেরান তোরেস, অ্যাডাম ত্রাওরে, এরিক গার্সিয়া ও অস্কার রদ্রিগেজ। এছাড়া, অভিজ্ঞদের তালিকায় ডি হিয়া, নাভাস, কারভাহাল, রামোস, আলকান্তারা, বুসকেটস ও অ্যাসেনসিওদের মত তারকারা। 

এরআগে সবশেষ ২০১৯ এর নভেম্বরে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে রোমানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো স্পেন।

এই বিভাগের আরও খবর