chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৭ আগস্ট থেকে চালু হচ্ছে  আরও ১৮ জোড়া ট্রেন

ডেস্ক নিউজ : নভেল করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসে ধীরে ধীরে সব রেল চালুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।

১৮ জোড়া ট্রেন হলো- পাহাড়িকা, উদয়ন, এগার সিন্ধুর প্রভাতী, যমুনা এক্সপ্রেস, এগার সিন্ধুর গোধুলি, সোনার বাংলা, চট্টলা, করতোয়া, বরেন্দ্র, সিল্ক সিটি, সাগর দাড়ি, দোলন চাপা, ঢালার চর, ঢাকা/চট্টগ্রাম মেইল, দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, বগুড়া কমিউটার, রকেট কমিউটার ও চিলাহাটি এক্সপ্রেস।

এর আগে গত ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

গত ২৪ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে অল্প কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

 

এসএএস/

এই বিভাগের আরও খবর