chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা ৩ সেপ্টেম্বর

 ডেস্ক নিউজ : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৩ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মতিঝিলে বাফুফে ভবনে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান কমিশনার মেজবাহ উদ্দীনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছেন।

তিনি বলেন, ‘এর আগে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও করোনার কারণে নির্বাচন পেছানো হয়েছে। এএফসি ও ফিফার সম্মতিক্রমে পেছানো হয়েছে। এখন সবকিছু চালু হয়ে যাচ্ছে। আজকে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আজকে বৈঠকে বসেছি। আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী বৈঠক হবে। সেদিন আমরা তফসিল ঘোষণা করবো।’
নির্বাচনের অন্তত ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের ১৫ দিন আগে প্রার্থীদের চূড়ান্ত তালিকা যাতে বাফুফের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটে তোলা যায় সেই ব্যবস্থা করা। যাতে সবাইকে অবহিত করা যায়। আর বাকী কিছু আনুষ্ঠানিকতা থাকে তাদের মধ্যে ভেন্যু, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এগুলো করার চেষ্টা করছি।’ যোগ করেন মেজবাহ উদ্দীন।

তিনি বলেন, ‘আশা করছি নির্বাচন আগের থেকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

আগামী ৩ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন ও সাধারণ বার্ষিক সভা আয়োজনের সময় নির্ধারণ করেছে বাফুফে।

এসএএস/

এই বিভাগের আরও খবর