chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হবে না: ডা. অ্যান্থনি ফাউচি

ডেস্ক নিউজ : ২০২১ সালের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু মার্কিন সরকার এই ভ্যাকসিন নিতে সবাইকে বাধ্য করবে- এমন ঘটনা প্রত্যাশা করেন না বলে জানিয়েছেন, দেশটির জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. অ্যান্থনি ফাউচি।

স্বাস্থ্যবিষয়ক সংবাদমাধ্যম হেলথলাইন আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি মনে করি না সাধারণ মানুষের জন্য কোনো ভ্যাকসিনের বাধ্যবাধকতা দেখা যাবে। সাধারণ মানুষের মধ্যে কেউ যদি এই ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে তা গ্রহণের জন্য আপনি বাধ্য করতে পারেন না।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশের বেশি মানুষ কোভিড-১৯ এর ভ্যাকসিন নিতে রাজি নয়।
ফাউচি বলেন, ‘ভবিষ্যতে কোভিড-১৯ প্রতিরোধের জন্য বাধ্যতামূলকভাবে করোনার ভ্যাকসিন দেওয়ার জরুরি কোনো পরিকল্পনা নেই।’ তিনি আরো বলেন, ‘হাসপাতালগুলোও এমন নীতিমালা বাস্তবায়ন করতে পারে, যেখানে ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছুক রোগীদের সঙ্গে যোগাযোগের জন্য অনুমতি দেওয়া হবে না।’ তার মতে, বাধ্যতামূলক ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রাষ্ট্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের অধীনে থাকে, যারা বার্ষিক ফ্লু ভ্যাকসিনের মতো সুপারিশ করতে পারে।

এসএএস/

এই বিভাগের আরও খবর