chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিটিএমসির নতুন চেয়ারম্যান মো. জাকির হোসেন

ডেস্ক নিউজ : ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে বিটিএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ কামরুজ্জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

একই দিনে পৃথক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেনকে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিইউপির বর্তমান কলেজ পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

আরেক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার সহকারী পুলিশ সুপার মো. রাজীবকে প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সে বদলি করা হয়েছে।

এসএএস/