chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে ১৫৪ পিস চোরাই সেগুন কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে পাচারের সময় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার উদালিয়া ফকির টিলার উত্তরে মন্দাকিনী খাল দিয়ে পাচারকালে এসব সেগুন কাঠ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ফেসবুকে একজন সচেতন নাগরিক আমাকে কাঠ পাচারের খবর দিলে উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ১৫৪ পিস সেগুন কাঠ জব্দ করি, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। চোরাকারবারিরা ভ্রাম্যমাণ আদালত দেখে খালে ঝাঁপ দিলে কাউকে ধরা যায়নি।

তিনি বলেন, একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে। তাদেরকে ধরার জন্য নজরদারি অব্যাহত থাকবে।
এসএএস/

এই বিভাগের আরও খবর