chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ২ দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ১৯ আগষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুই দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ আগষ্ট বুধবার সকাল ৮ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর স্মৃতি বিজড়িত ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। এছাড়াও নগরীর বিভিন্ন থানায় ফেস্টুন ও ব্যানার প্রদর্শন।

২০ আগষ্ট বৃহস্পতিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে (৭ম তলা) শোকসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর ও সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল।

উপরোক্ত কর্মসূচি সফল করার জন্য সকলকে আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

এই বিভাগের আরও খবর