chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দিনে নয়, রাতেও মাস্ক পড়া বাধ্যতামূলক!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে আবারো বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতালি সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রাতের বেলা মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্জা স্বাক্ষরিত এক ডিক্রিতে জানান, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত যারা বাইরে যাবেন তাদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। নাইট ক্লাব ও ডিসকো বন্ধ রাখতে হবে। এই নিয়ম ১৭ আগস্ট থেকে শুরু করে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে।

ইতালিতে নাইট ক্লাব রয়েছে ৩ হাজার। প্রায় ৫০ হাজার মানুষ কাজ করে। এই পরিস্থিতে ক্ষতিপূরণ দেয়ার কথা বলেছে সরকার।

এই দেশটিতে আবারো ৫শ নতুন করোনা রোগী পাওয়া গেছে এবং নতুন করে চারজন মারা যাওয়ার পর মন্ত্রিসভার জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে এখন পর্যন্ত সংক্রমণ সবচেয়ে বেশি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ইতালিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজারের বেশি। মারা গেছে ৩৫ হাজার ৩৯৬ জন। এরইমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩ হাজার ৭৮৬ জন। অর্থাৎ দেশটিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই এখন সুস্থ। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৭৩৩। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৫৬ জন।

 

এই বিভাগের আরও খবর