chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩৬ জন, সুস্থ ৫৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরী ও জেলায় একদিনে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছ। এর মধ্যে ২৮ জন মহানগরের এবং ৬ জন উপজেলার । 

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৮৪৫ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৮০ জন মহানগরের ও ৪ হাজার ৬৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫২ জন। এর মধ্যে ১৭৪ জন মহানগরের ও ৭৮ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫৭৯ জন করোনা রোগী।

সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৭ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন মহানগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বাঁশখালীর ১, বোয়ালখালীর ১, রাউজানের ৩, হাটহাজারীর ২ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।

এসএএস/

এই বিভাগের আরও খবর