chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাহাজ ডুবি: ১৩ নাবিক জীবিত উদ্ধার

ডেস্ক নিউজ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ ‘বানু আক্তার-১’ এর মাস্টার-ক্রুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে হাতিয়ার ভাসান চর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরা অবস্থায় মাস্টার-ক্রুসহ ১৩ জনকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের সূর্যমুখী বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়েছে। তারা সবাই ডুবে যাওয়া মালবাহী কার্গো জাহাজ বানু আক্তার-১ এর মাস্টার ও ক্রু।

শনিবার (১৫ আগস্ট) সকালের দিকে ১৮শ মেট্রিক টন গম নিয়ে মালবাহী জাহাজ আক্তার বানু-১ চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। গম নিয়ে আসার পথে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোতে ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ঠেঙার চর এলাকায় ডুবে যায়।

প্রায় একই সময় এমভি সিটি-১৪ নামে আরেকটি কার্গো জাহাজ মালামালসহ ডুবে যায়। তবে এ জাহাজের মাস্টারসহ ১৫ জন ক্রু-কে গতকালই জীবিত উদ্ধার করা হয়েছিল।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর