chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাতের আধারে ভরাট হচ্ছে কর্ণফুলী

নিজস্ব প্রতিবেদক : রাতের আধারে ভরাট করা হচ্ছে কর্ণফুলী নদী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে কর্ণফুলী দখলে নেমেছে কিছু অবৈধ দখলদার। তবে একজন দখলদারকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, নদী আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার  করার বিধান নেই তাই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার গ্যাসরেলি ঘাট এলাকায় একটি মালবাহী বোট থেকে মাটি ফেলে ভরাট করা হচ্ছে কর্ণফুলী। কক্সবাজারের মহেশখালী থেকে মাটিগুলো আনা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ইশারায় এসব দখলদার আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও দখলে নামছে। এভাবে দখল-দূষণে যৌবন হারাচ্ছে প্রমত্তা কর্ণফুলী।

এ ব্যাপারে চট্টগ্রাম নৌ পুলিশের পরিদর্শক এবিএম মিজানুর রহমান বলেন, শুক্রবার (১৪ আগস্ট) রাতে কিছু লোক মালবাহী বোটে করে মাটি এনে কর্ণফুলী নদীর তীরে ফেলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়। এ সময় একটি  মালবাহী বোট জব্দ করা হয়।

তিনি বলেন, বিনা পরোয়ানায় নদী দখলে কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা যায়না বিধায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। নজরদারিও বাড়ানো হবে।

স্থানীদের মতে, আইনের সঠিক প্রয়োগ ও প্রশাসনের সঠিক নজরদারিই এসব অবৈধ দখলদার থেকে রক্ষা পাবে কর্ণফুলী।

এসএএস/

এই বিভাগের আরও খবর