chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিক কে মারধরের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাত ১২ টার থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে চমেক প্রধান ছাত্রবাসে দু’গ্রুপ হাতাহাতির ঘটনা ঘটে। এক পক্ষ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন অন্যপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসেবে পরিচিত। উভয়পক্ষের একাধিক জন আহত হওয়ার পর চমেক কর্তৃপক্ষের নির্দেশে ছাত্রাবাস খালি করে পুলিশ।

এ ঘটনার জের ধরে উভয় পক্ষ চকবাজার থানায় লিখিত অভিযোগ করে। পরে রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিক ফোন করে চকবাজার থানার একজন এসআই জানান, লিখিত অভিযোগে আরেকটি স্বাক্ষর করতে হবে, তারা যেন দ্রুত থানায় চলে আসেন। রাত পৌনে ১১ টার দিকে সাক্ষর শেষে চলে যাওয়ার পথে চকবাজার জয়নগর ১ নম্বর গলির মুখে ১৫-২৫ জনের মত চমেকের ছাত্র তাদের উপর হামলা চালায়। এতে দু্ইজন গুরুত্বর আহত হন। আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিক চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ডা.ওসমানের নাক, মাথায় আঘাত করা হয়েছে। তার বমি হয়েছে। প্রান্তিকের মাথায় কাঁচের বোতলের আঘাতের কারণে মাথায় গুরুত্বর আঘাত হয়েছে।

চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজোয়ার রহমান খান বলেন, আমাদের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান ফরহাদ ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারসহ চিকিৎসক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাত ১২ টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে না পারায় একের পর এক চিকিৎসক মারধরের শিকার হচ্ছেন। আমরা চিকিৎসকদের নিরাপত্তাসহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছি।

তিনি আরো বলেন, ডা.ওসমান ও প্রান্তিকে হামলার সাথে জড়িত চমেকের ৫৮ তম ব্যাচের খোরশেদ বিন মেহেদী, ইমন শিকদার, তৌফিক, ইশতি, কে.এম তানভীর, বুলবুল, ওবায়েদ, শাহরিয়ার ইমন; ৫৯ তম ব্যাচের জয়, আরাফ; ৬০ তম ব্যাচের অভিজিৎ, ফাহাদ, জামশেদ, শাওন দত্ত, বোখারী, হোজাইফা ও ৬১তম ব্যাচের হৃদয়, ইমতিয়াজ, সাইফ, হাবিব, নিবরাজ, কনক ও কতিপয় বহিরাগত মিলে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে।

এই বিভাগের আরও খবর