chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘এমসিকিউ পদ্ধতিতে হবে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’

ডেস্ক নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, সংক্ষিপ্ত সিলেবাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া সম্ভব না হলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার চেষ্টা করা হবে। মহামারি করোনভাইরাসের কারণে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আগামী সেপ্টেম্বরে যদি স্কুল খোলে তাহলে সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবারের পরীক্ষা।

আজ বুধবার (১২ আগস্ট) মো. জাকির হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। তবে সেপ্টেম্বরে স্কুল না খুললে পরবর্তী পরিকল্পনা থাকবে অক্টোবর-নভেম্বরে স্কুল খোলা। আর তা হলে নিজ নিজ স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। ডিসেম্বরে খুললে অটো পাসের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আগামী রবিবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর