chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় শোক দিবস উপলক্ষে চবি’র কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস ২০২০’ (১৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং কালো ব্যাজ ধারণ।

ঐদিন সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু’র জীবন ও কীর্তি’ এবং ‘শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। পুষ্পার্ঘ অর্পণ এবং আলোচনা সভায় অংশগ্রহণের সময় অত্যাবশ্যকীয়ভাবে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত জাতীয় শোক দিবস ২০২০ এর কর্মসূচিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ এবং কর্মসূচি পালন শেষে ফিরে যাওয়ার সুবিধার্থে সকাল ৯ টায় একটি বাস নিউমার্কেট থেকে এবং অপর একটি বাস আগ্রাবাদ থেকে ছেড়ে ১ ও ২ নং রুট অনুসরণ করে ক্যাম্পাসে পৌঁছাবে এবং অপর ১টি বাস সকাল সাড়ে ৯ টায় পরিবহন দপ্তর থেকে ছেড়ে আইন অনুষদ, ইন. অব ফরেস্ট্রি, প্রীতিলতা হল, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ ঘুরে বঙ্গবন্ধু চত্বরে পৌঁছাবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর