chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মন ছুঁয়ে যায়  ‘লাবিবের বিভ্রম’

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময়ে এক প্রকার ঘরবন্দী অবস্থায় প্রকাশিত হয়েছে ছোট গল্পের বই ‘লাবিবের বিভ্রম’। উদীয়মান,তরুন লেখক সাফায়েতুল ইসলামের রচনায় বইটি প্রকাশ করেছে গতিধারা প্রকাশনী। বৃহষ্পতিবার (৩০ জুলাই) নগরীর হালিশহরে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটির সর্ম্পকে সাফায়েতুল ইসলাম চট্টলার খবরকে বলেন, এটি আমার প্রথম প্রকাশিত বই। ১৩ টি ছোট গল্পের সমন্বয়ে একটি পূর্নাঙ্গ বই ‘লাবিবের বিভ্রম’। বইটিতে আপাত দৃষ্টিতে কতগুলো চরিত্রের মানসিক অবস্থার কথা বলা হলেও তার গভীরে রয়েছে সমাজের  রুঢ় বাস্তবতা। বইটি পড়তে গিয়ে যে কারোরই চিন্তা-ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য সাফায়েতুল ইসলামের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তার বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করে তরুন এই লেখক, একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে ‘কন্টেট রাইটার’ হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত লিখালিখি করে আসছেন। বর্তমানে নগরীর বাতিঘর ও অমর বই ঘরে বইটি পাওয়া যাচ্ছে।

কামরুল/চখ