chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৌলভী সৈয়দের আদর্শকে জীবিত রাখতে হবে: রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থগিত হওয়া চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আজজকের ছাত্র নেতাদের সাথে মৌলভী সৈয়দের তুলনা চলে না। ১৯৬৬ সাল থেকে সৈয়দ ভাইয়ের সাথে আমমার পরিচয়। তিনি একজন দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা। সৈয়দ ভাই মারা গেছেন। তাঁর আদর্শকে জীবিত রাখতে হবে। তাঁর ইতিহাস ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তা না হলে আজকের তরুণ সমাজ আদর্শচ্যুত হয়ে জাতির বীর সন্তানদের ভুলে যেতে বসবে।

সোমবার (১০ আগস্ট) বিকালে আগ্রাবাদ ভান্ডার মার্কেটে মৌলভী সৈয়দের ৪৩ তম স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বসন্তের কোকিলরা সময়ে সময়ে অাসবে। দলের দুর্দিনে তাদের দেখা মিলে না। কিন্তু দলের ত্যাগী নেতারা কখনো আদর্শচ্যুত হয় না। তাই আমরা যদি তাদেরকে মূল্যায়ন করতে না পারি তাহলে ত্যাগী নেতারা একদিন শূন্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, আজকে যারা মৌলভী সৈয়দকে চিনে না, তাদের কাঁধে হাত দিয়ে যারা হাঁটছেন তারা একদিন বিষধর সাপ হয়ে দংশন করবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। তাই আমরা যদি ঐক্যবদ্ধ ও সোচ্চার হই, তাহলে এই বীরদের ইতিহাস আদর্শ জাতির সামনে তুলে ধরতে পারবো।

এই বিভাগের আরও খবর