chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জামিন পেলেন সিনহার সহযোগী শিপ্রা

ডেস্ক নিউজ: স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশের কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খানের সঙ্গে থেকে গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীর একজন শিপ্রা দেবনাথ।

এ তথ্য নিশ্চিত করেন শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ।

তিনি বলেন, মহিলা বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত।

ওই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি সোমবার হবে বলে জানান তিনি।

৩১ শে জুলাই রাতে ওই ঘটনার পর পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে আছেন বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ।

নিহত সিনহা মোঃ রাশেদ খানের সাথে কক্সবাজারে ডকুমেন্টারি তৈরির কাজ করছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত এবং তাহসিন রিফাত নূর।

এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এমআই/

এই বিভাগের আরও খবর