chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। সরকারের পদত্যাগের দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয়েছে অন্তত সাড়ে ৭শ’ জন।

এ পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে আগামী পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান ডিয়াব।

ব্যাপক দুর্নীতি বন্ধ এবং রাজনীতিতে সংস্কার চেয়ে কিছুদিন ধরেই লেবাননে বিক্ষোভ চলছিল। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের গাফিলতির জন্য এই বিস্ফোরণ ঘটেছে দাবি করে গত বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির হাজারো মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত সাত হাজার মানুষ। এদিন বৈরুত বন্দরের শহীদ চত্বর থেকে বিশাল মিছিল বের করা হয়। তবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে।

এমআই/

এই বিভাগের আরও খবর