chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে একদিনে করোনা আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৬৪ হাজার ৩৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ লাখ ৫৩ হাজার ১০।

শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে করেনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ৩২ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৬১ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪৩ হাজার ৩৭৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৭ হাজার ৩৬৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৪ হাজার ৮০৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ৯৮ জন।

এমআই/

এই বিভাগের আরও খবর