chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিসিআর ল্যাব উদ্বোধন হল রাঙামাটিতে

নিজস্ব প্রতিবেদকঃ রাঙামাটির বহুল প্রতীক্ষিত পিসিআর ল্যাব অবশেষে উদ্বোধন হল । যেটিতে অর্থায়ন দিয়ে সাহায্য করেছে সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বৃহস্পতিবার(৬আগষ্ট) বেলা ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে এ ল্যাব উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অ ল (বেপজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।  জানাগেছে,গত ২৬ জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সংক্রান্ত সমন্বয় সভা হয়। পবন চৌধুরীর উপস্থিতিতে ওই সভার শুরুতে ল্যাব স্থাপনের জন্য দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেওয়া হয়।

উদ্বোধনের সময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা ও রাঙামাটি করোনা ইউনিটের চিকিৎসক ডা. মোস্তফা কামালসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর