chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পষ্টে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের পেকুয়া উপজেলার নুরুচ্ছপা প্রকাশ নুরুর ছেলে মমতাজ উদ্দিন (২৮) এবং একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ মাঝি (২৭)।

জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকরা। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর