chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

একদিনে পানিতে ডুবে ১৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন এলাকায় একদিনে পুকুরের পানিতে ডুবে ও নৌকাডুবে ১৪ জনের মৃত্যু হয়েছে।

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়ির সবার অজান্তেই ওই তিন শিশু খেলা করছিলো। এসময় হঠাৎ করেই পাশেই থাকা পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় পুকুর থেকে ওই শিশুদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, নালিতাবাড়ীতে পানিতে ডুবে দশ মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনায় তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।
এছাড়া, লালমনিরহাটের রাজপুর জগতবেড় এলাকায় নদীতে গোসল করতে নেমে নবদম্পত্তির মৃত্যু হয়েছে।

আর, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাইল্লাকাইতে বন্যার পানিতে নৌকা ডুবে দাদা-নাতনী ও এক কিশোরীর মৃত্যু ঘটে। তাছাড়া, বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন মা-ছেলে।
এসএএস/

এই বিভাগের আরও খবর