chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্নীতি মামলায় সাবেক সিভিল সার্জন কারাগারে

সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মামলায় আদালতে হাজির হলে শুনানী শেষে বিচারক এ রায় দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, ২০১৪ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানী শেষে জেলার সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া এ মামলায় ডা. সরফরাজ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে গত সপ্তাহে তিনি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

বুধবার ওই আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।

এ মামলায় ডা. সরফরাজ সহ আসামি করা হয়- ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

এই বিভাগের আরও খবর