chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিগগিরই যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে এক নির্বাহী আদেশে শনিবারই সই করতে পারেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের অভিযোগ টিকটকের মতো অ্যাপ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চীন। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক।

প্রতি মাসে যুক্তরাষ্ট্রের প্রায় আট কোটি মানুষ টিকটক অ্যাপ ব্যবহার করে। কয়েকদিন আগে টিকটক অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া টিকটকের পক্ষ থেকেও বারবার তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

টিকটকের এক মুখপাত্র জানান, তাঁরা অ্যাপটির দীর্ঘমেয়াদি সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের ১০৬টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পদক্ষেপের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ভারত টিকটকসহ ১০৬টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। নাগরিকদের গোপনীয়তা ও সুরক্ষা ঝুঁকির মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টিকটক সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি। এটি বিশ্বজুড়ে দুই বিলিয়নেরও (২০০ কোটি) বেশিবার ডাউনলোড করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ডাউনলোড করা হয়েছে ১৬৫ মিলিয়ন (সাড়ে ১৬ কোটি) বার।

এসএএস/

এই বিভাগের আরও খবর