chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাগরিকদের মেয়রের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রামসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীন।

এক শুভেচ্ছা বাণীতে সিটি মেয়র বলেন, সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত পবিত্র ঈদ-উল আযহা । পশু কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়েছে, যা ত্যাগের মহিমায় ভাস্বর। তিনি বলেন, সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানি, পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবাণী আল্লাহ তায়ালার রহমত স্বরূপ।

মেয়র আরো বলেন, এইবার এমন একটি সময়ে ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে যখন সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর প্রকোপে তটস্থ। এই পরিস্থিতিতে পরিবেশ দূষণ রোধকল্পে ও জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থানসহ পুরোনগরীতে পরিস্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোরবানীর মাধ্যমে আত্মত্যাগের পাশাপাশি আর্তসচেতনতার শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান। একই সাথে মেয়র দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন।

এমআই/

এই বিভাগের আরও খবর