chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি উপাচার্যের স্বামীর মৃত্যুতে শিক্ষা উপ-মন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী (৭১) মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৯ জুলাই) এক শোকবার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ‘গভীর শোকাহত’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই তিনি।

এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১১ জুলাই নমুনা পরীক্ষার ফলাফলে উপাচার্য শিরীণ আখতার, তার স্বামী মো. লতিফুল আলম চৌধুরী, মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্যের করোনা শনাক্ত হয়। পরে ১৩ জুলাই রাতে উপাচার্য, তার স্বামী ও মেয়ে রিফাত মোস্তফা চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

সেখানে ১ সপ্তাহ পর উপাচার্য শিরীণ আখতার করোনামুক্ত হন। অন্যদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে স্বাসকষ্টসহ শরীরে অন্যান্য জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে আইসিইউতে ভর্তি হন লতিফুল আলম চৌধুরী।

এছাড়া ১০ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন লতিফুল আলম চৌধুরী। এতে একটি কিডনি নষ্ট হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন তিনি।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর নগরের জোহরের নামাজের পর গরীবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করার কথা রয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর