chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম মহানগরে মোড়ে মোড়ে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা ও আগস্ট মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের সতর্কতা জারির পর গতকার সোমবার থেকে চট্টগ্রাম মহানগরজুড়ে তল্লাশি শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বাড়ানো হয়েছে টহল।

সতর্কতা পেয়ে মহানগরের শাহ আমানত সেতু, কোতোয়ালী, সদরঘাট, লালখানবাজার, কাজীরদেউড়ি, খুলশী, বায়েজিদ, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ।

মহানগরীর বিভিন্ন থানার ওসি’রা জানিয়েছেন, সিএমপি কমিশনারের নির্দেশে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শ্যামল কুমার নাথ বলেন, ঈদকে সামনে রেখে নিরপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি করা হচ্ছে। এটা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।
এসএএস/চখ

এই বিভাগের আরও খবর