chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা,নিহত ১

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিংমলে এক বন্দুকধারীর হামলায় অন্তত একজন নিহত ও একজন আহত। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।

ব্যাংককের ক্রিসসানা পাত্তানাচরন ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সেঞ্চরি প্ল্যাজায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝামেলার কারণে এ গোলাগুলি হয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাচাসিমা শহরের বেশ কয়েকটি এলাকায় সেনাবাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটে।

হামলাকারী ওই সেনাসদস্য সেনাবাহিনীর একটি শিবিরে প্রথমে তার কমান্ডারকে গুলি চালিয়ে হত্যা করেন। ওই সময় আরও দুই সেনাসদস্যকে গুলি করে স্বয়ংক্রিয় একটি রাইফেল নিয়ে পালিয়ে যান। পরে মং জেলার শপিংমলের ২১ নম্বর টার্মিনালের দিকে যেতে যেতে গুলিবর্ষণ করেন তিনি।

পুলিশ কর্মকর্তা কর্নেল ক্রিসানা পাত্তানাচারোয়েন রয়টার্সকে বলেন, “একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।”

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের পরিচয় জানেন তারা আর তাকে ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর