chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আত্মোপলব্ধি

আমি দেখলাম প্রভূ;

তোমার দৃশ্যমান জগৎ কেবলি মায়া।

আর,মায়ার আড়ালেই তুমি স্রষ্টা।

 

আমি দেখলাম আমার তৃনয়নে।

আমার সর্বকনিষ্ঠ ইন্দ্রীয়র অন্তঃস্থলে,

অমৃত আস্বাদনে সমর্থ হয়েছে।

আমি দেখলাম প্রভূ;

 

তুমি ইন্দ্রিয়সমূহকে মায়ার আবর্তে বেঁধেছ,

সূক্ষ্ম চতুর্যতায়।

তাইতো আমি তোমার মায়াকাননেই মুগ্ধ থেকেছি,

অন্তরাত্মাকে না চিনে।

 

আমি দেখলাম আমরা ক্ষুধা-তৃষ্ণা,

আমার ক্ষয়-বৃদ্ধি,জন্ম-মৃত্যুর সবই মায়ার ফসল।

মায়া হলো দেহ সর্বস্ব হওয়া,

আর তা হলো মৃত্যু সমতুল্য।

আমি দেখলাম বহিঃর্মুখী না,

অন্তর্মুখী হয়ে আত্মোপলব্ধিতে মগ্ন হলেই অমৃত রসাস্বাদন হয়।

 

আসলে শরীর মনস্ক হওয়াটাই মৃত্যু।

আত্মমনস্ক হওয়াটাই পরম শান্তি।

তোমাকে প্রাপ্তি,প্রভূ।

 

শহিদুল্লাহ আজাদ সৌরভ

চাকুরিজীবী