chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণের ভরি  ৭২ হাজার ৭৮৩ টাকা!

ডেস্ক নিউজঃ করোনাভাইরাসের টালমাটাল সময়ে দফায় দফায়  স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৭২ হাজার ৭৮৩ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। জানা গেছে, বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি ঘটায় দেশের স্বর্ণ বাজারেও প্রভাব পড়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ক্রেতা পর্যায়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৭২ হাজার ৮৮৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭০৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৬০ হাজার ৮৮৬ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। এ পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত যার ক্রয়মূল্য ছিল ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতিতে সব গ্রেডের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম। বর্তমানে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

 

 

 

 

এই বিভাগের আরও খবর