chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু নিতহ হয়েছে। নিহত শের আলী (৩৫) বিভিন্ন সাগরে মাছ ধরার নোকা ডাকতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এসময় ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে ইউনিয়নের সরল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শের আলী সরল ইউনিয়নের দক্ষিণ সরল হাজিরখীল এলাকার মৃত হোসেন আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শের আলী দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছিল। সে নুর মোহাম্মদ গ্রুপের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শের আলী কথায় কথায় অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে রাখতো এলাকার মানুষকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার মুঠোফোনে বলেন, বাঁশখালীর সরল ইউনিয়নে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে জানতে র‌্যাব-৭ চট্টগ্রামের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক সাড়া দেননি।

এই বিভাগের আরও খবর