chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিন লাদেন কিনলে আরেকটি ছোট গরু ফ্রী

ডেস্ক নিউজ : কোরবানির ঈদ ঘনিয়ে এলেও দিনাজপুরের হিলিতে প্রস্তুত করা বড় গরু ‘বিন লাদেন’ এখনও বিক্রি হয়নি।

খামারি ১৫ লাখ টাকা চাইলেও দু’-একজন ক্রেতা এটির দাম বলেছেন ৪ লাখ। ফলে গরুটি বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ছাতনি চারমাথার খামারি মাহফুজার রহমান বাবু।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, নিজের খামারের গাভী থেকে জন্ম নেওয়া ব্রামহা জাতের গরুটিকে চার বছর ধরে লালন-পালন করে এবারের কোরবানির জন্য প্রস্তুত করেছিলাম। সাদা-কালো ষাঁড়টির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, লম্বায় ১১ ফিট ৬ ইঞ্চি। ওজন প্রায় ১১০০ কেজি। দাম রেখেছিলাম ১৫ লাখ টাকা।

বাবু আরো বলেন, কাঙ্ক্ষিত দাম পেলে এর সঙ্গে ফ্রি হিসেবে দেশীয় ছোট আকারের একটি ষাঁড়ও ক্রেতাকে উপহার দেবো ঘোষণা দিয়েছিলাম। চট্টগ্রামের একজন ক্রেতা এটির দাম বলেছেন ৪ লাখ টাকা। এরপর আর কেউ খোঁজও নেয়নি। এত বড় গরু লালন-পালন করে দাম পাওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
এসএএস/

এই বিভাগের আরও খবর