chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়া হাসপাতালে হুইপের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে সেন্টাল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক সরঞ্জামাধি প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পটিয়া একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সরঞ্জাম প্রদান করেন।

সরঞ্জামাধি’র মধ্যে রয়েছে হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা, অক্সিজেন কনসান্ট্রেটর, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, এন ৯৫ মাক্স ও সুরক্ষা সামগ্রী। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এ উপলক্ষে হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা স্বান্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইনামূল হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবতী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ওসি বোরহান উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি’র জিএম আবু বককর ছিদ্দিক। হাসপাতালের আরএমও ডা. রাজীব বড়ুয়া, আ’লীগ নেতা আবদুল খালেক, আলমগীর আলম, এমএনএ নাছির, কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার হায়দার, মুজিবুর হক চৌধুরী নবাবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, করোনা মহামারীতে বিভিন্ন রোগীরা যাতে চট্টগ্রাম শহরে যেতে না হয় সেজন্য পটিয়া হাসপাতালে বিভিন্ন সেন্ট্রল অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে। যাতে করে পটিয়া হাসপাতালে রোগী সু চিকিৎসা পায়। পর্যায়ক্রমে এ হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে এবং ডাক্তারদেরকে আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেন। কোন রকমের অনিয়ম বা অবহেলা হলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর