chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাকরি দেওয়ার নামে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে সেনা সদস্য পরিচয়দানকারী এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব
বুধবার র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন একথা জানান।

গ্রেপ্তার মিজানুর রহমান (২৫) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চন্দ্রপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

মাহমুদুল হাসান মামুন বলেন, হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের মো. বায়েজিদ হোসাইন (২২) নামে একজনের কাছ থেকে দেড় লাখ টাকা নেয় গ্রেপ্তার মিজানুর। পরে আরও ১ লাখ টাকা দেওয়ার কথা ছিল।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র নেবার জন্য বায়োজিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে যেতে বলে মিজানুর। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও একটি ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর