chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওজন বাড়াতে চিংড়ির ভেতর বিষাক্ত জেলি, ম্যাজিস্ট্রেটের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ফিশারিঘাট অভিযান চালিয়ে চিংড়ি মাছের ভেতর বিষাক্ত জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর দায়ে ৩ মাছ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

বুধবার (২২ জুলাই) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

রিয়াজউদ্দিন বাজারে তিনজন মাছ বিক্রেতাকে চিংড়ি মাছে ওজনে কারসাজির উদ্দেশ্যে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালার ৪(৫) ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর জেলিমিশ্রিত ৫০ কেজি বাগদা চিংড়ি ও ২০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। ফিশারিঘাটে মাছে ক্ষতিকর রং না মেশাতে আড়তদারদের সতর্ক করা হয়। রিয়াজউদ্দিন বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারেও সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সাথে অভিযানে জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক মো. টিপু সুলতান ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই বিভাগের আরও খবর