chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আল্লামা শফীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক: আবারও অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। ইতোমধ্যে দেশবরণ্যে এ আলেমের চিকিৎসায় ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) আল্লাম শফির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা যায়। তার চিকিৎসা কি চমেকে হবে নাকি ঢাকা বা বিদেশে নেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে ৯ সদস্যের মেডিকেল বোর্ড।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক নির্দেশনা ও মনিটরিংয়ে আছে আহমদ শফীর চিকিৎসা ব্যবস্থা। বুধবার বেলা ১২ টার চমেকের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সমন্বয়ে গঠিত এ বোর্ড মিটিং শুরু হয়৷ তবে এখনো কোনও সিদ্ধান্তে আসতে পারেনি মেডিকেল বোর্ড।

এদিকে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে আল্লামা শাহ আহমদ শফীকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে ভর্তির পর আগের চেয়ে শারীরিক অবস্থা ভালো বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর