chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মহেশখালে ডুবে দুই তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম নগরীর হালিশহরের মহেশখালে জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে দুই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬টায় এবং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশ দুইটি খাল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মৃতরা হলেন, বরিশালের মো. ইউসুফের মেয়ে মুন্নি আক্তার (১৪) এবং চাঁদপুরের মো. জামালের মেয়ে ঝুমা (১৭)।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাশেদ চট্টলার খবরকে বলেন, মঙ্গলবার দুপুরে ২টার দিকে হালিশহর ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় মহেশখালের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই তরুণী। এ সময় বৃষ্টিপাত হচ্ছিল। হাঁটার সময় এক পর্যায়ে তাদের একজন পাড় থেকে খালে পড়ে যায়। তখন খালে জোয়েরর পানি ছিল। ওই তরুণীকে তুলতে গিয়ে সাথে আরেক তরুণী চেষ্টা করলেও তিনিও এক পর্যায়ে পড়ে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। ঘটনাটি শোনার পরপর রাশেদ সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম চৌধুরী চট্টলার খবরকে বলেন, খবর পাওয়ার পরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের ৫ সদস্য ঘটনাস্থলে গিয়ে খালে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এক ঘণ্টা অভিযান চালিয়ে মুন্নি আক্তারের মৃত লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অন্যজন পাওয়া না গেলে অভিযান সমাপ্ত করা হয়। এরপর সকাল ৬টার দিকে জোয়ারের পানি কমলে স্থানীয়রা ঝুমার লাশ খালের পাড়ে ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।

এসএএস/এনসি

এই বিভাগের আরও খবর