chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেসরকারি শিক্ষকদের বোনাসের টাকা যাবে চারটি ব্যাংকে

ডেস্ক নিউজ: সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস। আজ বুধবার (২২ জুলাই) বোনাসের টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে। আজ (বুধবার) বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই সকল শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।

এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এমআই/

এই বিভাগের আরও খবর