chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল নরেন্দ্র মোদীর দেশ ভারতে। এখন পর্যন্ত দেশটিতে ২৮ হাজার ৮৪ জন মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৮৭ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৫৫ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের ষাট শতাংশই মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ুর।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন ৭ লাখ ২৪ হাজার ৫৭৭ জন মানুষ।

ভারতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন আট হাজারের বেশি মানুষ। এতে করে এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৮ হাজারে ৬৯৫ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১২ হাজার ৩০ জনের। গত ১৩ জুলাই থেকে এ রাজ্যে ১০ দিনের কড়া লকডাউন শুরু হয়েছে।

রাজধানী দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৩ হাজার ৬৬৩ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।

তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ৬৭৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৫৫১ জনের।

এমআই/

এই বিভাগের আরও খবর