chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীঘ্রই ঈদ বোনাস পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

ডেস্ক নিউজ: শীঘ্রই ঈদ বোনাস পাবেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা। আগামী দু-একদিনের মধ্যেই তাদের বোনাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শাহেদুল কবির (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেন।

সাহেদুল কবির বলেন, আগামী দু-একদিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ব্যাংকে পাঠানো হবে। গত বৃহস্পতিবার বোনাস সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আগামীকাল অনুমোদন হয়ে আসার কথা রয়েছে, সেটি এলে একদিনের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

তিনি বলেন, শিক্ষকরা যাতে ঈদের আগে ঈদ বোনাস তুলতে পারেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সে মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে এ অর্থ উত্তোলন করতে পারবেন বলেও জানান তিনি।

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে গত ১৩ জুলাই। সেটি নিয়ে অনেকটা অসন্তোষ প্রকাশ করেন বেসরকারি শিক্ষকরা। তাদের দাবি, সরকারি শিক্ষক কর্মচারীদের মতো তাদেরও মাস শেষে বেতন দিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সরকারি নিয়মে শতভাগ ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছেন তারা।

এমআই/

এই বিভাগের আরও খবর