chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অব্যাহতি চাইলেন চবির সহকারী প্রক্টর হানিফ মিয়া

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত কারন দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহাকারী প্রক্টরের পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন সমাজতত্ত্ব বিভাগের সহাকারী অধ্যাপক হানিফ মিয়া।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বরাবর তিনি এই আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, ব্যক্তিগত কারনে সহাকারী প্রক্টরের পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন হানিফ মিয়া। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে হানিফ মিয়াকে সহাকারী প্রক্টরের পদ থেকে অপসারণ চেয়ে গত বছরের ১৮ সেপ্টেম্বর চবি প্রশাসনিক ভবনের সামনে অনশন করেন ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ।

পরে এ বিষয়ে উপাচার্যসহ রাষ্ট্রপতি কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতি কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি হয়।
এছাড়া হানিফ মিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে অবৈধভাবে মাছ শিকারেরও অভিযোগ আছে।

এই বিভাগের আরও খবর