chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আরও দুই সপ্তাহ কারাগারে থাকতে হচ্ছে পাপুলকে

ডেস্ক নিউজ: আরও অন্তত দুই সপ্তাহ কুয়েতের কেন্দ্রীয় কারাগারে থাকতে হচ্ছে বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলকে। দেশটির আদালত তার কারাবাসের মেয়াদ বাড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

পাপুলের আইনজীবীর আরজি ছিল যে কোনো শর্তে জামিন আদায়ের। কিন্তু পাপুল আচমকা রিমান্ডকালে দেওয়া স্বীকারোক্তি পুরোটাই অস্বীকারের চেষ্টা করেন। দাবি করেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো সঙ্গে তার ঘনিষ্ঠতা বা লেনদেনের কোনো সম্পর্কই ছিল না! কিন্তু আদালত এসব বক্তব্য আমলে নেননি।

এর পরই আরও অন্তত দুই সপ্তাহ কারাগারে বন্দি রাখার নির্দেশ দেন বিচারক।

এদিকে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুয়েতের আরও দুই নাগরিককে আরও দুই সপ্তাহের আটকাদেশ দেন আদালত।

এমআই/

এই বিভাগের আরও খবর