chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রাথমিক শিক্ষার প্রায় সাড়ে ৫শ জন করোনায় আক্রান্ত

করোনার শিকার হয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ব্যতিক্রম নয় প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্টরাও। প্রাণঘাতী ভাইরাসটিতে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষার ৫৪২ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (১৮ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিপিই’র তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে ১১ জন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী মারা গেছেন।

এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এর মধ্যে ৭২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা, ৯ জন কর্মচারী ও ৮ জন শিক্ষার্থী রয়েছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে ৪১০ জন শিক্ষক, ৬৭ জন কর্মকর্তা, ৪৪ জন কর্মচারী ও ২১ জন শিক্ষার্থী।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রামে ১৩৮ জন, ঢাকা বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, খুলনায় ৫৩ জন, বরিশালে ২৯ জন, সিলেটে ৫২ জন, রংপুরে ২৯ জন এবং ময়মনসিংহে ১৬ জন রয়েছেন। হিসাব অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এমআই/

এই বিভাগের আরও খবর